এনড্রয়েড ফোন লক হয়ে গেছে! কিভাবে আনলক করবেন যেনে নিন

আজকাল আমরা প্রায় সবাই এনড্রয়েড
ফোন ব্যবহার করি. কিন্তু অধিকাংশই
বেসিক জিনিসগুলো জানি না.

এনড্রয়েড প্রযুক্তি হল একটি ওপারেটিং
সিস্টেম. যেমন আমরা পি.সি তে ব্যবহার
করি উইনডোজ, লিনাক্স,ম্য়াক, প্রভৃতি.

এনড্রয়েড প্রযুক্তিরও এরকম কিছু ভার্সন রয়েছে- যেমন আইসক্রিম স্য়ানডউইচ, জিন্জারব্রেড, কিটক্য়াট, ললিপপ ইত্যাদি
সম্প্রতি নতুন ইউজার ইন্টারফেস যুক্ত
এনড্রয়েড এম বেরিয়েছে.

যাই হোক কাজের কথায় আসা যাক
এনড্রয়েড বা যেকোনো ফোনের আইএম ইআই [International Module Equipment Identity] চেক করুন
*#06# ডায়াল করে অথবা
*#0000# দিয়ে

ফোন আনলক:–

যদি আপনার ফোনের পাসওয়ার্ড ভুলে যান প্রথমে:- আপনার ফোনটি রিকভারি মোডে অন করুন এইভাবে:

1. ফোনের পাওয়ার বাটন ও ভলিউম আপ বাটন একসাথে চেপে ধরুন 5-10
সেকেন্ড মত প্রথমে সবুজ স্ক্রিন আসবে
কিছুক্ষন পর লাল আসবে.

2. লাল স্ক্রিন না আশা পর্যন্ত চেপে ধরুন

3. এবার ছেড়ে দিন ফোনটি অটোমেটিক
রিস্টার্ট নেবে.

4. এবার আপনার সেটিংস অপশন এ যান ওখানে ব্যাক আপ ও রেস্টোর বাটনে ক্লিক করুন. ওখানে ব্যাক আপ
মাই ডাটা ও অটোমেটিক রেস্টোর অপশন দুটি টিক মার্ক করে রাখুন.
এতে আপনার সমস্ত পাসওয়ার্ড ও আগের ইনস্টল করা এপের ব্যাক আপ থাকবে.[ যদি না চান তবে আনটিক মার্ক
করে দিন]

5. এরপর ওই স্ক্রিনেই ফেক্টরি ডাটা রিসেট  অথবা কোনো ফোনে রিসেট অপশন পাবেন ওখানে ক্লিক করুন.
আপনার ফোন আবার আগের অবস্থায়
ফিরে আসবে কোনোরকম প্রবলেম ছাড়াই.
এবার আপনার ইচ্ছামতো পাসওয়ার্ড লক, পিন লক, পেটার্ন লক করুন.

এই পদ্ধতিতে কোনো সমস্যা থাকলে
কমেন্ট করে জানান.